নব্বইয়ের দশকের অন্যতম সুপারস্টারের সাজে বড় পর্দায় আসছেন এ সময়ের অভিনেতা সিয়াম। ‘পোড়ামন ২’ সিনেমায় সালমান শাহ-এর সাজে দেখা যাবে তাকে। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশ পেয়েছে সালমান শাহ এর সাজে সিয়ামের একটি ছবি।
কিন্তু সালমান শাহরূপে বড় পর্দায় সিয়ামকে মেনে নিতে চায় না সালমান-ভক্তরা। এরই মধ্যে সালমান-ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়ামের সমালোচনা করতে পিছপা হচ্ছে না। বিষয়টি চোখে পড়েছে ‘পোড়ামন’ ছবির নায়ক সিয়ামেরও। প্রথম আলোর সঙ্গে আজ বুধবার দুপুরে সিয়াম বললেন, ‘সালমান শাহ আমার গুরু। আমি এই ছবিতে তাঁর ভক্তের চরিত্রে অভিনয় করেছি। পর্দায় সালমান শাহ হওয়ার কোনো যোগ্যতা আমার নেই।’
সিয়াম আরও বলেন, ‘এবারই প্রথম সমালোচনার মুখোমুখি হলাম, তা-ও আবার ভালো একটি পদক্ষেপের জন্য। আমার আশা, ছবিটি দেখার পর সবার ধারণা পাল্টাবে। আর আমি যদি ভুল করে থাকি, তাহলে নিজেকে শুধরে নেব। সামনে আরও ভালো করার চেষ্টা করব। কিন্তু নানা মাধ্যমে যেভাবে সমালোচনা হচ্ছে, তা পুরোপুরি অযৌক্তিক মনে হচ্ছে। আমি এমন সমালোচনা মেনে নিতে পারি না।’
কথায় কথায় সিয়াম বলেন, ‘আমি ইতিবাচক একজন মানুষ। আমার মধ্যে সব সময় ইতিবাচক ভাবনা কাজ করে। চলচ্চিত্রে নাম লিখিয়েছি, মনপ্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’
‘পোড়ামন টু’ ছবিতে আপনাকে কীভাবে দেখা যাবে? সিয়াম বলেন, ‘একজন আসল ভক্তের দৃষ্টি থেকে সালমান শাহকে দেখি। যে সব সময় সালমান শাহকে অনুসরণ করে। তাঁর সব ছবি দেখি। কিন্তু নিজের এলাকায় প্রেক্ষাগৃহ না থাকায় অন্য গ্রামে গিয়ে প্রিয় নায়কের ছবি দেখে আসি। পরে অন্যদের সেই ছবির ঘটনা শুনিয়ে আর অভিনয় করে দেখিয়ে বিনোদন দিই।’
কাল বৃহস্পতিবার ‘পোড়ামন ২’ ছবির ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামের গান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে প্রকাশ করা হবে। গানটি সালমান শাহকে নিয়েই লেখা। গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, কণ্ঠ দিয়েছেন আকাশ। জানা গেছে, আসছে ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।