গত কয়েক দিন আগে দেশের গণমাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খান এক সাক্ষাৎকারে বলেন, ‘মাস্ক’ ছবির শুটিং শুরু করবো। এই ছবির শুটিংয়ের জন্য ৭ মে কলকাতায় যাচ্ছি। টানা ১০ দিন অথবা তারও বেশি দিন শুটিং করতে হবে।
সর্বশেষ থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং শেষ হয়েছে। গানে শাকিব খানের সঙ্গে অংশ নেয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত। মাঝে অনেক দিন ছবিটির শুটিং বন্ধ ছিলো। শাকিব খান ব্যস্ত হয়ে পড়েছিলেন তার অন্য সিনেমা নিয়ে। নতুন খবর হল আবারও শুরু হতে হয়েছে সিনেমাটির শুটিং। এই সিনেমার শুটিং করেতে আবারও কলকাতায় শাকিব খান।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সাথে সুপারস্টার শাকিব খানের একটি ছবি ভাইরাল হয়। এতেই শাকিব ভক্তরা উচ্ছাসে মেতে উঠে ছবিটির শুটিং শুরু নিয়ে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ও সায়ন্তিকা। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
ভিডিওঃ