অকালেই পরপারে চলে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্যাঙ্গণে। তাজিন আহমেদ শুধু অভিনেত্রীই নয়, একাধারে ছিলেন নাট্যকার, পরিচালক ও কলামিস্ট।
‘শেষ দেখা শেষ নয়’; ১৯৯৬ সালে বিটিভিতে প্রচারিত এ নাটকের মাধ্যমে আর্বিভাব এক মিষ্টি মেয়ের। নাম তাজিন আহমেদ।

ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী। ১৩ বছর কাজও করেছেন দেশের প্রথম সারির অনেকগুলো জাতীয় দৈনিকে। পাশাপাশি উপস্থাপনা আর আরণ্যক নাট্যদলের হয়ে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।
টিভি নাটকে তাজিন আহমেদের যাত্রা শুরু মায়ের হাত ধরে। বিটিভির স্বর্ণালী যুগে প্রতিষ্ঠিত নায়কদের বিপরীতে তার অভিনয়শৈলী মুগ্ধ করে দর্শকদের। নাটকের পাশাপাশি মডেলিংয়েও ছিলো সমান পদচারণা।
তাজিনের গুণ এতোটুকুতেই সীমাবদ্ধ ছিলো না। নাট্যকার এবং পরিচালক হিসেবেও দেখিয়েছেন মুন্সিয়ানা।