ঈদে শাকিব খান এর অ্যাকশন থ্রিলারের নতুন ধামাকা নিয়ে আসছে ‘সুপার হিরো’ ছবি। এরেই মধ্যে ছবিটি মুক্তি নিয়ে নানা ষড়যন্ত্র হলেও এসব জটিলতা কাটিয়ে অবশেষে ঈদেই মুক্তি পাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। ইতিমধ্যে ছবিটির ১ মিনিট ৪৭ সেকেন্ডের রুদ্ধশ্বাস ফার্স্টলুক টিজার মুক্তি পেয়েছে। এই ফার্স্ট লুক টিজার ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। অল্প সময়ে এর দর্শন সংখ্যা ছাড়িয়েছে অনেক বেশি। কমেন্টে শাকিব খানের লুক এবং এই ধরনের রহস্যে ঘেরা অ্যাকশন গল্পের ছবিতে শাকিব খানের অভিনয়ের অনেক প্রশাংসা দেখা যায়। বুঝাই যাচ্ছে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি।

সুপার হিরো ছাড়াও ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের আরও দুইটি ছবি। এই ছবি দুইটির গান মুক্তি পেলেও সুপার হিরোর কোন গান এখন পর্যন্ত মুক্তি পায় নি। এবার শাকিব ভক্তদের জন্য সুখবর হচ্ছে আগামীকাল মুক্তি পাচ্ছে সুপার হিরোর প্রথম গান। গানটির শুটিং অস্ট্রেলিয়ার বিভিন্ন মনমুগ্ধকর লোকেশনে হয়েছে। গান শাকিব খান এবং বুবলিকেই দেখা যাবে। টিজারে এই গানের একঝলক দেখা গেছে। ভক্তদের আশা টিজারের মত এই গানেও নতুন চমক দিবেন শাকিব খান। এবং গানটি অন্য ছবির গান গুলোর মতই রেকর্ড করবে।
অ্যাকশন থ্রিলার ‘সুপার হিরো’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। প্রযোজনা করেছে হার্ট বিট প্রোডাকশন। গত ২৩ জানুয়ারি ছবিটির শুটিং শুরু হয়েছিল অস্ট্রিলিয়ার সিডনি শহর থেকে। এরপর কয়েকধাপে দেশের বিভিন্ন স্থানে শুটিং এর মাধ্যমে এরেই মধ্যে এর শুটিং এর কাজ শেষ।
ভিডিওঃ