জমজমাট আয়োজন করে চট্রগ্রামের ইউনেস্কো সিটি সেন্টারে উপমহাদেশের শীর্ষস্থানীয় অভিজাত ফ্যাশন হাউজ ”প্রেম’স কালেকশন”র শো রুম উদ্বোধন করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সঙ্গে ছিলেন সদ্য ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মুকুট জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।
শাকিব খান-ঐশী ছাড়াও উপস্থিত ছিলেন ”প্রেম’স কালেকশন”র ডিজাইনার ও পরিচালক প্রেম বম্বানি এবং শোবিজের অনেক তারকা। ফ্যাশন হাউজটি ফিতা কেটে উদ্ভোধন শেষে সেখানকার এক্সক্লুসিভ কালেকশন ঘুরে ঘুরে দেখেন শাকিব খান।
এসময় শাকিব খান জানায়, খুব অল্প সময়ে অনেক পপুলার হয়েছে প্রেম’স কালেকশন। এর আগেও অনেক সময় প্রেম’স কালেকশনের অনেক ড্রেস পরেছি। খুব এক্সক্লুসিভ এবং চমৎকার চমৎকার ডিজাইন করেন। আর সব ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে হয়। আমি আমার শুটিংয়েও অনেকবার পরেছি। এক কথায় অসাধারন।
দেখা যায়, শাকিব খানের উপস্থিতিতে পুরো শপিং মল ভরে যায়। এবং তাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ঢল নামে।