দুই বাংলার সুপারস্টার শাকিব খানের আরও একটি আলোচিত ছবি ভাইজান এলো রে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা শ্রাবন্তী এবং পায়েল সরকার। কলকাতা এবং লন্ডনে দুই ধাপে ছবিটির শুটিং শেষ। জানা যায় আসছে ঈদে দুই বাংলায় ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর তাই বেশ জোরেশোরেই চলছে ছবিটির প্রচারণার কাজ। ইতিমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিস ছবিটির ট্রেলার এবং বেবী জান শিরোনামের একটি গান প্রকাশ করেছেন। আর গানটি যেন বেশ সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মাঝে। এ পর্যন্ত গানটিতে ৫ মিলিয়ন ভিউ এবং সাথে ৬৬ লক্ষ লাইক ও ১৩ হাজার কমেন্ট মিলেছে।

এরেই সুবাদে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এবার ভাইজানের লিখেছি তোর নাম শিরোনামের ২য় গানটি প্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল বুধবার ২২শে মে গানটি তাদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবেন। খবরটি নিশ্চিত করেছেন তাদের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। শুধু তাই নয় এরেই মধ্যে তারা তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গানটির ট্রেলার হিসাবে একটি ভিডিও আপলোড করেছেন। ইতিমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে গানটির এই ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় লাইক আর শেয়ারের ঝড় বইছে। আর কমেন্ট গুলো দেখে বুঝায় জাইতেছে গানটির জন্য অনেক আগ্রহ ভক্তদের। এবং এই গানটি বেবী জানের মত ব্যাপক দর্শকপ্রিয় হবে।
গানটি গেয়েছেন রাজ বর্মণ এবং সুর ও সঙ্গীত করেছেন দোলান মাইনাক। ছবিটিতে শাকিব খানের বিপরীতে শ্রাবন্তী এবং পায়েল অভিনয় করলেও গানটিতে শাকিব খানের বিপরীতে শুধুমাত্র শ্রাবন্তীকেই দেখা যাবে।
ভিডিওঃ