ঠিক যেন বলিউডের সিনেমার গান! না, একটুও বাড়িয়ে বলা হচ্ছে না। সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবির প্রথম গানটি দেখার পর যে কেউ এমন মন্তব্যই করবেন।
শনিবার ১৮ই আগস্ট সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে ‘ক্যাপ্টেন খান’ ছবির প্রথম গান। ‘মামা ম্যাও ম্যাও’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেলে।
গানের দৃশ্যে একেবারে চমকপ্রদ লুকে দেখা দিয়েছেন শাকিব খান ও বুবলী। চোখ ধাঁধানো পোশাক আর দুর্দান্ত ড্যান্সে ফাটিয়ে দিয়েছেন তারা। বলাই বাহুল্য, এই গানটি চলতি বছরের অন্যতম ‘ড্যান্স নাম্বার’ হতে যাচ্ছে। প্রকাশের পরপরই গানটি ঝড়ের বেগে দৌড়াচ্ছে। অন্তর্জালে চোখের পলকে বাড়ছে দর্শকের পরিমাণ। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে।
লিনকনের সুর এবং কথায় ‘মামা ম্যাও ম্যাও’ শিরোনামের গানটি গেয়েছেন নাকাশ আজিজ। এই গানের আগে ‘ক্যাপ্টেন খান’ ছবির তিনটি পোস্টার ও একটি টিজার প্রকাশ হয়েছে। সেগুলো তুমুল আলোচিত হয়। এবার যোগ হলো গান। সুতরাং দর্শক আগ্রহের বিচারে এই ছবি এখন আরো বেশি সু-অবস্থানে রয়েছে।
ভিডিওঃ
গান রিভিউ ভিডিওঃ