ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বুবলী অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিটি আছে বেশ আলোচনায়। এরেমধ্যে ছবিটির একটি গান টিজার এবং পোস্টার মুক্তি দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্তদের। তাই আগামীকাল ঈদের আনন্দকে আরও বেশী রঙ্গিন করতে আজ বিকেলে প্রকাশ পেল ছবিটির দ্বিতীয় গান।
‘এমন করে কেনো তাকাও’ শিরোনামের গানটি প্রকাশ পায় কন্টেন্ট পার্টনার আনলিমিটেড অডিও ভিডিও চ্যানেল থেকে। ব্যাংককের অসাধারণ সুন্দর লোকেশনে রোম্যান্টিক গানটির দৃশ্যায়নে শাকিব খান এবং বুবলীকে বাহারি রঙের সব পোশাকে অনেক সুন্দর দেখা যায়। বিশেষ করে পাঞ্জাবী পায়জামায় শাকিব খানের রোম্যান্টিক লুকটি ছিল অসম্ভব সুন্দর। গানটি রোম্যান্টিক হলেও শাকিব বুবলীর সাজ অনেকটা উৎসব আমেজের বার্তা দেয়। তাই বোঝায় যায় ঈদের আনন্দে গানটি অনেক বেশি মাতিয়ে রাখবে ভক্তদের।
তাছাড়া প্রকাশের পরপরই গানটি ঝড়ের বেগে দৌড়াচ্ছে। অন্তর্জালে চোখের পলকে বাড়ছে দর্শকের পরিমাণ। এছাড়াও গানটির কমেন্টে ভক্তদের ব্যাপক প্রশংসা দেখা যায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ারের ব্যাপক ঝড় বইছে। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে।
বন্ধুরা ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়া শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’ ছবির ‘এমন করে কেনো তাকাও’ শিরোনামের রোম্যান্টিক গানটি উৎসবের এই দিনে আপনাদের কেমন মাতিয়ে তুলল, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওঃ