সম্প্রতি জিমে কসরতরত অবস্থায় হেভি মাসল সমৃদ্ধ একটি ছবিতে দেখা যায় তাকে। এই বিষয়ে জানতে চাইলে আরেফিন শুভ বলেন, আমার একটা ‘আল্টিমেট গোল’ আছে, যেটা এখনই জানাতে পারছি না। এখন আমার শারীরিক ফিটনেস যা দেখা যাচ্ছে, তা সবেমাত্র শুরু। শুধু এতটুকু বলে রাখি, আমার আল্টিমেট গোল ইন্টারন্যাশনাল মানের প্রজেক্ট।
আল্টিমেট গোলে পৌঁছাতে প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করছেন আরিফিন শুভ। প্রস্তুতি সর্ম্পকে তিনি জানান, তিনি প্রতিদিন সকাল সাড়ে ১১ টায় থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শারীরিক পরিবর্তনে সময় দিচ্ছেন। দৈনিক দুটো সেশনে তিনি তা করছেন। পরে ধীরে ধীরে তা তিন সেশনে পৌঁছাবে বলেও জানান তিনি। এজন্য দেশের বাইরে থেকে প্রশিক্ষক কাজ করবে।
নতুন সেই কাজের গুরুত্ব বুঝাতে শুভ বলেন, এমন ভালো কাজের জন্য ছয় মাস ছবি হাতে নেইনি। যা পেয়েছি, সেসব পছন্দ হয়নি। নতুন ওই প্রজেক্টের বিষয়ে চলতি সেপ্টেম্বরে জানানোর কথা ছিল। যেহেতু হয়নি, আগামী অক্টোবর মাসের প্রথমেই সবাই জানতে পারবেন। শুধু এটুকু বলে রাখি, কাজটি একটি দেশি প্রজেক্ট এবং একেবারে আন্তর্জাতিকমানের কাজ হবে বলে আশা করছি।