ঢালিউড সুপারস্টার শাকিব খান। পর্দায় এর আগে নানা রূপে হাজির হয়েছেন। তার প্রত্যেকটি লুকেই দর্শক আর ভক্তদের মাঝে ব্যাপক আলোড়নও তুলেছে। তবে এবার এমন নতুন এক রুপে আসছেন তিনি যা এর আগে কখন দেখা যায় নি তাকে। শুধু তিনি নন বাংলা সিনেমার কোন নায়ক ও অভিনেতাকেই দেখা যায় নি।
শাকিব খানের ভক্ত আর দর্শক তাঁদের প্রিয় এই নায়ককে ‘হারকিউলিস’ রূপে দেখতে পাবেন। তবে সিনেমায় নয়, শাকিবের এই রূপ দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞাপনচিত্রটির পরিচালক আদনান আল রাজীব। রাজীব বলেন, ‘পৌরাণিক একটা চরিত্রে শাকিব খানকে আমরা দেখব। দেখে মনে হবে, অনেক শক্তিশালী একজন, অনেকটা হারকিউলিসের মতো। এই বিজ্ঞাপনচিত্রের জন্য আমরা আগের দিনের আদলে গ্রাম বানাচ্ছি। শুটিং শেষে ব্যাংকক ও মুম্বাইয়ে পোস্ট প্রোডাকশনের কাজ করব। একেবারে অন্যরকম এক শাকিব খানকে পর্দায় হাজির করার পরিকল্পনা মাথায় আছে।’
গতকাল সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্টুডিওতে শুরু হয়েছে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং। বৃষ্টির কারণে শাকিব খানের অংশের পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। আরও একদিন শুটিং করতে হবে বলে জানান আদনান। ওরস্যালাইনের এই বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন শাকিব খান। এই বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে কয়েক মাসের ব্যবধানে আবারও একসঙ্গে কাজ করছেন আদনান আল রাজীব ও শাকিব খান। এই বিজ্ঞাপনচিত্রে শাকিব খানের মাধ্যমে একটি সামাজিক বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এই ধরনের ভিন্নধর্মী একটি চরিত্রে কাজ করার ব্যাপারটি উপভোগ করছেন শাকিব খান। তিনি বললেন, ‘বড় আয়োজনে বিজ্ঞাপনচিত্রটি বানানো হচ্ছে। আমাকে কেমন দেখাবে তা নিয়ে আগেভাগে কিছু বলতে চাই না। দর্শক টেলিভিশনের পর্দায় আগে আমাকে দেখুক। এটুকু বলতে পারি, বিজ্ঞাপনচিত্রের ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করেছি।’