ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কলকাতার স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সাথে ইতিমধ্যে চারটি ছবি করেছে। যার প্রত্যেকটি ছবি সুপার ডুপার ব্যবসা করেছে। গেলো রোজার ঈদে মুক্তি পাওয়া ‘ভাইজান এলো রে’ ছবিটিও রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। এছাড়াও ছবি মুক্তির আগে ছবির গান গুলোও অন্তর্জালে দুই বাংলায় রেকর্ড পরিমাণ সাড়া ফেলেছিল।
তাই ভরসার নায়ক শাকিব খানকে নিয়ে আবার সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। খবরটি জানা যায় গেলো জুলাই মাসের মাঝামাঝি সময়। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসে ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন ভাইজানের নায়িকা শ্রাবন্তী এবং ছবিটি বরাবরের মত পরিচালনা করবেন ভারতের জয়দীপ মুখার্জি। নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং শিডিউল আগস্ট মাসের কথাও শোনা যায়।
তবে শুটিং এখনো শুরু না হলেও ছবিটির খবর নিয়ে বেশ রমরমা মিডিয়া পাড়া। ছবিটির আইটেম গান নিয়ে নাকি ব্যতিক্রম ভাবে ভাবছে এসকে মুভিজ। শোনা যাচ্ছে এই বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া শাকিব খানের ‘আমি নেতা হবো’ ছবির ঝড় তোলা শাকিব মিমের চুম্মা এবং আইটেম গান লাল লিপিস্টিক থেকে রিমেক হবে শাকিব খানের নতুন এই ছবির আইটেম গান। তবে রিমেক হলেও আইটেম গানটিতে থাকবে বাড়তি চমক। কেননা গানটিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের হট আইটেম গার্ল সানি লিয়ন। যার আইটেম গান রীতিমত ব্যাপক সাড়া ফেলছে। তাই বলাই যায় সানি লিয়নের সাথে শাকিব খানের আইটেম গান ব্যাপক সাড়া জাগাবে নেট দুনিয়ায়।
ভিডিওঃ