গত ২২শে মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত অভিনীত আলোচিত ছবি ‘শাহেনশাহ’। কিন্তু উৎসব ছাড়া মুক্তি না দেওয়ার ঘোষণা জানিয়ে ঐ সময় ছবিটির মুক্তি পিছিয়ে দেয় ছবির প্রযোজক। পরে অবশ্য পহেলা বৈশাখ উপলক্ষে ১২ই এপ্রিল মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। আর এই আলটিমেটামের নতুন মাত্রা দিলেন সিনেমা বুকিং এজেন্ট সমিতির নেতারা। ২৪ মার্চ কাকরাইলে এক সভায় প্রদর্শক সমিতির আলটিমেটামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা প্রদর্শক সমিতির সঙ্গে একমত হয়েছি। ১২ এপ্রিল থেকে বুকিং এজেন্টের কোনো সদস্য বাংলাদেশের কোনো হলে সিনেমা বুকিং নেবে না।’

এমন অবস্থায় এই আলটিমেটামের কারণে শাকিব খান অভিনীত বড় বাজেটের ‘শাহেনশাহ’ ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। সিনেমা পাড়ায় প্রশ্ন উঠেছে, পহেলা বৈশাখে ‘শাহেনশাহ’ মুক্তি পেলে কোথায় প্রদর্শিত হবে? এছাড়াও অনেকে বলেছেন, সত্যিই কী সিনেমা হল বন্ধ হচ্ছে? নাকি দাবী আদায়ের হুমকি মাত্র!
এই বিষয়ে নিশ্চিত করে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঞা আলাউদ্দিন বলেন, ‘আমরা যে আলটিমেটাম দিয়েছি, তা বহাল আছে। ১২ এপ্রিল থেকে কোনো হল খুলবে না। সুতরাং পয়লা বৈশাখের ছবি বুকিং নেওয়ার প্রশ্নই আসে না।’

আর এ থেকে বোঝা যায় হল মালিক সমিতির দাবী সঠিক সময়ে না মানা হলে ১২ এপ্রিলও আসছে না সুপারস্টারের ‘শাহেনশাহ’। এই প্রসঙ্গে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান বলেন, আলটিমেটামের কারণে দেশের কোনো প্রেক্ষাগৃহই ছবিটির বুকিং নিচ্ছে না। বড় বাজেটের এই ছবিতে ক্ষতির আশঙ্কা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। কোনো উৎসব ছাড়া মুক্তি দিলে বড় রকমের লোকসান হবে। এরই মধ্যে ছবির দুটি গান, টিজারও প্রকাশিত হয়েছে। কিন্তু এখনো কোনো বুকিং এজেন্ট ছবিটি বুকিং নিচ্ছে না।’