ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি ‘শাহেনশাহ’। ছবিতে শাকিব খানের নায়িকা নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। ইতিমিধ্যে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ই ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও গানের শুটিং বাকি থাকার কারণে মুক্তি পিছিয়ে যায়।
পরবর্তীতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেয়, ২২ মার্চ মুক্তি দেওয়া হবে ছবিটি। তাই এরেইমধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচারণা। তৈরি হয়ে গেছে ছবিটির হল পোস্টার। সারাদেশের যেসব সিনেমা হল ছবিটি মুক্তি দেওয়ার জন্য মুখিয়ে আছেন তারা আগে থেকেই ছবিটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বুকিং দিচ্ছেন।

এদিকে ছবির প্রচারণা বাড়াতে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা হল গুলোতে পাঠাচ্ছে ‘শাহেনশাহ’ ছবির হল পোস্টার। ঢাকা সহ সারাদেশের নামকরা কিছু সিনেমা হলে শোভা পাচ্ছে পোস্টারটি। যেখানে অন্য নায়কের নতুন ছবি মুক্তির মাত্র কয়েকদিন আগে দেখা যায় না তাদের ছবির পোস্টার সেখানে হল গুলোতে শাকিব খানের ‘শাহেনশাহ’ পোস্টার ঝুলছে মুক্তির দেড় মাস আগে থেকেই। আর এতেই বোঝা যাচ্ছে হল মালিকরা ব্যাপক আগ্রহে আছেন ছবিটি মুক্তির অপেক্ষায়।
পোস্টারটিতে শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত সহ মিশা সওদাগর, অমিত হাসান, ডন, আহমেদ শরিফকে দেখা যায়। এ ছবিটির মাধ্যমেই নতুন বছরে বড় পর্দায় আসছেন শাকিব খান। সম্প্রতি কক্সবাজারে সিনেমাটির গানের শুটিং শেষ হয়েছে। এবার অনলাইন প্লাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটির পোস্টার, গান এবং ট্রেলার।
ভিডিওঃ