ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ববি অভিনীত আলোচিত ছবি ‘নোলক’। ছবিটি আসছে রোজার ঈদেই মুক্তির ঘোষণা দিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপী ইন্টারটেইনমেন্ট। তাই ইতিমধ্যেই শুরু হয়েছে ছবিটির প্রচারণার কাজ।
গেলো বৃহস্পতিবার মুক্তি পায় ছবিটির টিজার। যেখানে অভাস মিলেছে, নতুন এক গল্পের। এতে শাকিব খান আর ববির ভিন্নধর্মী উপস্থিতিও ছিল চোখে লাগার মতো। তাই সিনেমাপ্রেমীদের কাছে টিজারটি বেশ প্রশংসা পায়।

এদিকে আজ জানা গেলো নতুন এক খবর। ছবিটির ‘শীতল পাটি’ শিরোনামের গানটি মুক্তি পাবে এই বৃহস্পতিবারে। জানা যায়, নবান্নের উৎসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে গানটির কথা। এতে শাকিব খান আর ববিকে দেখা যাবে ঝলমলে রঙ্গিন পোশাকে। এছাড়া একঝাঁক নৃত্য শিল্পীর সাথে ছবির গুরুত্ব পূর্ণ সব চরিত্রকে নাচতে দেখা যাবে এই গানে।
ফেরারি ফরহাদের কথায় ‘শীতল পাটি’ গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। যার সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
‘নোলক’ ছবিতে শাকিব খান ও ববি হক ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ অনেকেই।
ভিডিওঃ