বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। বরেণ্য এই অভিনেতা মারা গেছেন হয়েছেন গত বছরের আগস্ট মাসের ২১ তারিখে। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে নায়করাজকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
২১শে আগস্ট মঙ্গলবার শাকিব খান তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন নায়করাজ রাজ্জাকের স্মরণে। সেই পোস্টে রাজ্জাকের সঙ্গে তার একটি ছবি দেখা যাচ্ছে। এবং ক্যাপশনে শাকিব লিখেছেন, আপনার প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যেখানেই আছেন, ভালো থাকবেন।
ঢালিউড আঙিনার প্রায় সবাই জানেন, রাজ্জাকের অত্যন্ত স্নেহধন্য ছিলেন শাকিব খান। একসঙ্গে তারা বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। যেকোনও প্রয়োজনে শাকিব নায়করাজের পরামর্শ নিতেন। নায়করাজের মৃত্যুতে অন্যদের চেয়ে অনেকটা বেশি কষ্ট পেয়েছিলেন শাকিব। তাইতো নিজের কাঁধে করে নায়করাজের খাটিয়া নিয়ে গিয়েছিলেন কবরস্থানে। শাকিবের কাঁধে নায়করাজের খাটিয়া- সেই বিরল দৃশ্য এখনও সবার চোখে ভাসে।
ভিডিও: