ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’। সম্প্রতি ঢাকার একটি হোটেলে বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত। এবার শুরু হচ্ছে ছবিটির শুটিং। আগামীকাল মঙ্গলবার থেকে টানা শুটিং করতে কক্সবাজারে যাচ্ছেন শাকিব খান। তার সঙ্গে যাবেন নুসরাত ফারিয়া এবং নবাগত নায়িকা রোদেলা জান্নাত।
শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। রনি বলেন, ‘আমরা শুটিংয়ের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শুটিংয়ের কিছু লোক সেখানে লোকেশন সেট করছেন। সোমবার ছবির ইউনিট কক্সবাজার চলে যাবে। আর আগামী মঙ্গলবার সকালে শাকিব খান, রোদেলা, ফারিয়াসহ বাকিরা চলে যাবে।’ টানা শুটিং করে ছবির সিক্যুয়েন্সের কাজ শেষ করবো। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হবে বলেও জানান তিনি।
দেশে শুটিং প্রসঙ্গে পরিচালক রনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশি লোকেশন ও দেশি প্রযুক্তি ব্যবহার করে ভালো ছবি নির্মাণ করা সম্ভব। তবে গানের শুটিং দেশের বাইরে হবে জানিয়ে রনি বলেন, ‘আমরা ঈদের আগে ব্যাংককে দুটি রোমান্টিক গানের শুটিং করেছি। সেখানে অংশ নিয়েছিলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিতে রোদেলার সাথেও রোমান্টিক গান রয়েছে। সেগুলোও আমরা দেশে বাইরে শুটিং করার চিন্তা করছি। তবে তার আগে আমরা সিক্যুয়েন্সের কাজ শেষ করতে চাই।’