ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় ব্যাপক আলোচনায় আছেন তিনি। পারিশ্রমিক কমানো নিয়ে গুঞ্জন, বিদ্রোহী ছবির ট্রেলার, প্রিয়তমা ছবিতে বুবলীর বদলে নতুন নায়িকা এছাড়াও আগুন ছবির বাকি অংশের প্রযোজনার দায়িত্ব নিয়ে।
আর এসবের মাঝেই এবার শোনা গেল নতুন আরেকটি খবর, ‘শাকিবিয়ান’ নামে নির্মিত হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের নতুন আরেকটি ছবি। যেটি পরিচালনার দায়িত্ব পেয়েছে দেশের স্বনামধন্য পরিচালক মালেক আফসারী। ছবিটির গল্প এখনও নিশ্চিত করে জানা না গেলেও ছবির পরিচালক দাবী করেন এই নামে তিনি ছবিটি নির্মাণ করবেন।
এই প্রসঙ্গে তিনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় বলেন, আমি জানি শাকিবিয়ানরা পারে একটা ছবি হিট করিয়ে দিতে। তাই আমি শাকিব খানকে বলেছি ভাই আমরা এতো কাহিনী না করে ছবির নামটা রাখি ‘শাকিবিয়ান’।
তিনি আরও বলেন এই গল্প তিনি নিজেই লিখবেন। আর শাকিবিয়নাদের জন্য ধামাকা হবে এই ছবিটি। এবং জোড় গলায় বলেন ছবির নাম এটাই ফাইনাল।
ভিডিওঃ