দেশে ঢালিউড সুপারস্টার শাকিব খান এর ছবি মানেই হল মালিকদের বাম্পার ব্যবসা। আর তাই তার ছবি মুক্তি দিতে প্রেক্ষাগৃহ মালিকদের গুনতে হয় মোটা অঙ্কের টাকা। এক যুগেরও বেশি সময় ধরে তা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। চলচ্চিত্র ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের মতে, অগ্রিম টাকা আদায়ে শাকিব খান এখনো রাজার আসনে।
কিন্তু দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের দাবি, সেই চিত্রটা এবার পাল্টে যাচ্ছে। এখন অন্য নায়কের ছবিও হল মালিকরা বেশি টাকা দিয়ে নেবেন। আর তার সূচনা হবে বর্তমান সময়ের সেনসেশন সিয়াম আহমেদের ‘দুহন’ সিনেমার মধ্য দিয়ে। এই ছবিটি প্রদর্শনের জন্য হল মালিরা বেশি টাকা দিয়ে নিচ্ছেন।
বাংলাদেশের হল মালিকরা শাকিব খানের সিনেমা এক লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকায় প্রদর্শন করে থাকেন। এবার সিয়ামের ‘দহন’ ছবিও নাকি এক লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকায় হল মালিকরা নিচ্ছেন। অল্প টাকায় ছবিটি প্রদর্শিত হোক তা চান না আব্দুল আজিজ। তিনি বলেন, অল্প টাকার বিনিময়ে বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের চেয়ে বেশি টাকায় কম প্রেক্ষাগৃহে প্রদর্শন করা অনেক ভালো। ছবিটির মেরিট অনেক ভালো। রায়হান রাফি দেশের জ্বালাও-পোড়াও রাজনীতির চিত্র তুলে ধরে দারুণ একটা ছবি বানিয়েছেন। জাজ মাল্টিমিডিয়াও একটা ফ্যাক্টর। সবকিছু মিলিয়ে ছবিটি হাই ভোল্টেজ বলতে পারেন। প্রয়োজনে কম প্রেক্ষাগৃহে চালাব, কিন্তু রেন্টাল কমাব না। ৩০ নভেম্বর দেশের ৪০টি প্রেক্ষাগৃহে ‘দহন’ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক আবদুল আজিজ।
বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানায়, শুনেছি ছবিটি ভালো। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের কাছে এই ছবির ব্যাপারে ইতিবাচক মন্তব্য শুনেছি। তবে শাকিব খানের চেয়ে বেশি রেন্টাল দিয়ে নিতে হবে, তা মানতে পারছি না।