ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেড়যুগের বেশি সময় ধরে তিনি একাই শাসন করছেন ঢালিউড। কাজ করেছেন ওপার বাংলাতেও। অল্প সময়ে সেখানেও তিনি অভিনয়ের আধিপত্য বজায় রেখেছেন। শুধু নায়ক নয়, প্রযোজক হিসেবেও সফল তিনি।
গেলো রোজার ঈদে পাসওয়ার্ড ছবি নির্মাণ করে ব্যাপক চমক দিয়েছেন দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তাই কিং খানকে পেতে মরিয়া হয়ে থাকে দেশের সিনেমা হল থেকে শুরু করে শিল্পী-কলাকুশলী, অভিনেতা এবং অভিনেত্রীরা।
এমন অভিমত পোষণ করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার এবং দেশের স্বনামধন্য অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রথম আলোর লাক্স ক্যাফে লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকা মিমকে প্রশ্ন করেন কোন অভিনেতা সঙ্গে কাজ করার ইচ্ছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী মিম বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের কথা। তিনি সরাসরি বলেন শাকিব ভাইয়ের সঙ্গে করতে চাই আবার।
ভিডিও