‘নেকাব’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ভারতের বাংলা ছবির এ সময়ের দুজন জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে এবারই প্রথম তাঁরা অভিনয় করছেন। জানা গেছে, ‘নেকাব’ ছবির পর্দায় এই দুই নায়িকার সঙ্গেই রোমান্স করবেন শাকিব৷ এরই মধ্যে ভারতের বাংলা ছবির দর্শকদের মধ্যে শাকিব খানের অবস্থান ক্রমেই মজবুত হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি এখন সেখানেও তিনি সমান জনপ্রিয়। তাঁর অভিনয়ে মুগ্ধ সব শ্রেণির দর্শক। এবার মুগ্ধতার কথা শোনা গেল ‘নেকাব’ ছবিতে শাকিব খানের দুই নায়িকা নুসরাত জাহান আর সায়ন্তিকার কাছ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যমকে নুসরাত জাহান বলেছেন, ‘শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে৷ তাঁর মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা হলো তাঁকে কিছু বুঝিয়ে দিতে হয় না৷ এমনকি তিনি অন্যের ভুল সহজেই ধরিয়ে দেন৷ সব মিলিয়ে তিনি ভীষণ ভালো মানুষ৷ তাঁর অভিনয়, লুক, ব্যবহার, কাজ—সবকিছুই সুন্দর৷’ আর সায়ন্তিকা বললেন, ‘আমি শাকিবকে দেখে একেবারে মুগ্ধ৷ তাঁর অভিনয় আমাকে মুগ্ধ করেছে৷ আর শাকিবের হাসিটা সেরা৷ বেশ লাজুক লাজুক৷’
ভারতের বাংলা ছবির এই দুই নায়িকা এখন শাকিবের দারুণ ভক্ত৷ ‘নেকাব’ ছবির নির্মাতাদের মতে, তাঁদের পর্দার রসায়ন দর্শক উপভোগ করবেন৷ কারণ, এবারই প্রথম শাকিব খান তাঁদের সঙ্গে কাজ করছেন৷