ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত মোস্ট এক্সাইটিং মুভি ‘পাসওয়ার্ড’। আসছে ঈদেই মুক্তি পাবে ছবিটি। মাস্টার মেকার মালেক আফসারী পরিচালিত ছবিটি গতকাল রোববার সেন্সরে আনকাট ছাড়পত্র পায়।
গতকাল মালেক আফসারী জানায়, ৪৮ ঘন্টার মধ্যে ছবিটির ‘পাগল মন’ শিরোনামের একটি গান আসবে। তবে তা প্রকাশের কোন প্রচারণা দেখা না গেলেও জানা যায় ছবিটির মূল ধামাকা ট্রেলার আসছে আগামীকাল ২৮শে মে। খবরটি নিজেই নিশ্চিত করেছেন ছবির প্রযোজক এবং নায়ক সুপারস্টার শাকিব খান। তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন ‘পাসওয়ার্ড’ এর ট্রেলার আসছে ২৮শে মে।

এদিকে ছবির সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘পাসওয়ার্ড’ এর ছাড়পত্র পাওয়ায় এখন আমরা পুরোপুরি প্রস্তুত। প্রায় ১০০টির মতো হল ইতোমধ্যে বুকিং শেষ। আশা করছি, ২০০টি হলে এটি মুক্তি দিতে পারবো। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
জানা যায়, ‘পাসওয়ার্ড’ ছবির গল্প এগিয়েছে একটি পেনড্রাইভকে ঘিরে। একটি ফাইল লুকিয়ে রাখা হয় সেখানে। যার পাসওয়ার্ড নিয়ে ছবির কাহিনি এগুবে। শাকিব ও বুবলী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও মিশা সওদাগর।
ভিডিওঃ