গত পয়লা বৈশাখে মুক্তির কথা ছিল ‘নোলক’ ছবিটির। সময়মতো শুটিং শেষ করতে না পারায় ঈদুল আযহায় মুক্তি চূড়ান্ত হয়েছিল। কিন্তু এই ঈদেও মুক্তি পাচ্ছে না। ছবির নায়ক শাকিব খানের শিডিউল জটিলতার কারণে সময়মতো শুটিং শেষ হচ্ছে না। জানালেন ছবির প্রযোজক শাকিব সনেট।
প্রযোজক বলেন, ‘ঈদের আগে ছবির শুটিং শেষ হবে না। ছবির শেষ ভাগের কাজ শেষ করতে গত ২৬ জুলাই থেকে শাকিব খানসহ সব শিল্পী শিডিউল দিয়েছিলেন। বৃষ্টির কারণে শাকিব খানের আরেকটি ছবি ক্যাপ্টেন খান-এর শুটিং আটকে যাওয়ার কারণে শিডিউল নিয়ে ঝামেলা হয়ে যায়। তাই ২৬ জুলাই আমাদের সঙ্গে শুটিংয়ে যোগ দিতে পারেননি শাকিব খান।’
প্রযোজক আরও বলেন, ‘শাকিব খান ছাড়া আমরা নির্ধারিত শিডিউলেই কলকাতায় অন্য শিল্পীদের নিয়ে শুটিং শেষ করেছি। শাকিব খানের দু-তিন দিন শুটিং করলেই ছবির কাজ শেষ হবে। এ ছাড়া বাকি থাকবে দুটি গান।’
নোলক ছবিটির প্রায় ৬০ ভাগ পরিচালনা করেছেন রাশেদ রাহা। বর্তমান ছবির বাকি অংশ পরিচালনা করছেন প্রযোজক শাকিব সনেট নিজেই। ঈদের আগে নোলক ছবির শুটিং শেষ করতে না পারা প্রসঙ্গে ছবির নায়ক শাকিব খান বলেন, ‘বৃষ্টির কারণে শুটিংয়ে সমস্যা হয়েছে। এখন শিডিউল দেওয়া যেত কিন্তু ক্যাপ্টেন খান-এর গানের শুটিংয়ে থাইল্যান্ডে যাচ্ছি। ওখান থেকে এসেই কলকাতা যাব। ঈদের আগে আর নোলক ছবির কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।’
নোলক ছবিতে শাকিব খানের নায়িকা ববি। আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ।