ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বীর’ শিরোনামের একটি চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করবেন বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। এটি তার ৫০ তম ছবি হতে যাচ্ছে। আগামী ১০ই জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
তবে সবকিছু ঠিক থাকলেও এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন? এ নিয়ে বেশ কয়দিন ধরে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেল, ছবিটিতে আবারও জুটি বাঁধবেন শাকিব খান ও শবনম বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্বাহী প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, আমাদের ‘বীর’ ছবিতে আমরা শাকিব খানের বিপরীতে নায়িকা বুবলীকে নিচ্ছি। এরই মধ্যে তাঁর সঙ্গে কথা হয়েছে। কিছুদিনের মধ্যে আমরা নায়িকাকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।
ছবির অগ্রগতি জানতে চাইলে ইকবাল বলেন, আমরা ছবির চিত্রনাট্যের কাজ শেষ করেছি। গানের রেকর্ডিংগুলো শেষ করছি। এখন লোকেশন দেখছি। আগামী ১০ জানুয়ারি ছবির শুটিংয়ের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে সময়মতোই শুটিং শুরু হবে।