নতুন চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন পরিচালক বদিউল আলম খোকন। ছবিতে নায়ক ও প্রযোজক হিসেবে থাকছেন শাকিব খান। ‘হিটার’ শিরোনামে এই ছবিটি আগামী ঈদুল আজহার জন্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ও ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন।
এ বিষয়ে ইকবাল বলেন, ‘আমরা গতকাল থেকে আগামী ঈদুল ফিতরের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ ছবির বুকিং পাওয়া শুরু করেছি। এরই মধ্যে আমরা আগামী ঈদুল আজহার জন্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। ছবিটি পরিচালনা করবেন দেশের বর্ষীয়ান পরিচালক বদিউল আলম খোকন। ছবির নাম হবে ‘হিটার’। এই ছবিটিও আমি ও শাকিব খান দুজন মিলেই প্রযোজনা করছি।’
ছবির বিষয়ে ইকবাল আরো বলেন, ‘এখন ছবির গল্প ও চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং শেষ হতে প্রায় এক মাস সময় লাগবে। এর পর আগামী ২০ এপ্রিল শুটিং শুরু হবে ছবিটির। এটি হবে দেশপ্রেম ও অ্যাকশন ঘরানার ছবি। বড় ক্যানভাস ও বড় বাজেটে নির্মিত হবে ছবিটি। এর শিল্পীদের বিষয়ে আমাদের কিছু চমক থাকবে। আশা করি, দুটি ঈদেই দর্শক মানসম্পন্ন ভালো চলচ্চিত্র দেখতে পাবেন।’
‘ধর শয়তান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদিউল আলম খোকনের পরিচালনায় ২০০৪ সালে প্রথম কাজ করেন শাকিব খান। এ পর্যন্ত এই বদিউল আলমের ২২টি ছবিতে কাজ করেছেন শাকিব। যার বেশি ভাগেই ছিল ব্যবসা সফল।