গত শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টিএম ফিল্মসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মিউজিক ফর পিস শিরোনামের ওই অনুষ্ঠানে মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। এছাড়াও ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান সহ দেশের চলচ্চিত্রের সব তারকা।
অনুষ্ঠানের একপর্যায়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সিয়াম সহ অন্য তারকাদের মঞ্চে ডাকা হয়। সবার মত প্রকাশ শেষে শাকিব খান চোখ নাচিয়ে নারগিসকে জিজ্ঞেস করেন, তার সঙ্গে অভিনয়ে রাজি আছেন কিনা। নারগিসও হ্যাঁ বলেন। পুরো নাটকীয়তায় সবাই হেসে উঠেন। তবে ছবি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
কিন্তু গেলো দুইদিন ধরে এমন আলোচনা পুরো মিডিয়া জুড়ে। অনেক মিডিয়াতেই বলা হচ্ছে শাকিব খান আর নার্গিস ফাখরির নতুন ছবি আসছে টিএম ফিল্মসের ব্যানারে। তবে এর কোন সত্যতা না পাওয়ায় অনেকেই ভাবছেন এটি গুজব। আর সেই ভ্রান্ত ধারণা দূর করে দিলেন সুপারস্টার নিজেই। শাকিব খান তার অফিশিয়াল ফেসবুক পেজে নার্গিস ফাখরির সাথে আড্ডার একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, নতুন কিছু আসছে। অপেক্ষা করুন এবং কাছাকাছি থাকুন।
এথেকে পরিষ্কার বোঝা যায় যে কিং খানের সাথে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসছে খুব শিঘ্রই।