জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হবে ‘বায়োপিক’ এটি বহু আগেই শোনা গিয়েছিল। আর চলচ্চিত্রটিতে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবে ভারত। সে অনুযায়ী চুক্তিও হয়েছিল এবং প্রস্তাব করা হয়েছে ভারতের তিনজন নির্মাতার নামও। বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বেশ খোলামেলা কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান।
শাকিব খান বলেন, ‘হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহাকালের মহানায়ক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকেই বাঙ্গালিরা একত্রিত হয়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্য। আর এই মহানায়কের বায়োপিক এমন হওয়া উচিত যা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব অবাক হবে আর বলবে তিনি সেই ব্যক্তি যার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বাধীন।’
রাজনীতির ঊর্ধ্বে জাতির জনকের বায়োপিক নির্মাণ করা উচিত উল্লেখ করে শাকিব বলেন, ‘সকল রাজনৈতিক মত বিভেদ ভুলে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মিত হওয়া উচিত। কেননা, তিনি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় বরং তিনি সবার, সারা বাংলাদেশের, সারা বিশ্বের। সব সময় তার অবস্থান উপরে।’

বলিউডের লাগে রা হো মুন্না ভাই ছবির প্রসঙ্গ টেনে শাকিব বলেন, ‘সবাই আপনারা সঞ্জয় দত্তের লাগে রা হো মুন্না ভাই ছবিটি দেখেছেন। সেখানে কত সুন্দর ভাবে মহাত্মা গান্ধিকে সবার কাছে নতুন ভাবে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয় তরুণ প্রজন্মের শিরায় শিরায় তাকে ঢুকিয়ে দেয়া হয়েছে। শুনেছি ইতোমধ্যে নাকি ছবিটি নির্মাণের জন্য কলকাতার কয়েক জনের নাম প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি, এমন নির্মাতা দিয়ে ছবিটি নির্মাণ করা উচিত যারা বায়োপিক নির্মাণে দক্ষ। হউক সে বাংলাদেশ, কলকাতা, বলিউড কিংবা হলিউডের কেউ।’