বগুড়ার ফাইভ স্টার হোটেল মম ইন-এ এক করপোরেট প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঈগলস্ ডান্স কোম্পানীর কর্ণধার তানজিল আলমের কোরিওগ্রাফিতে হাজারো দর্শকের মন মাতিয়েছেন কিং খান খ্যাত শাকিব খান এবং তার সাথে জুটি বেধেছিলেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম।
অনুষ্ঠানে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ করতে যখন বন্ধুক হাতে স্টাইলিশ শাকিব মঞ্চে প্রবেশ করলেন তখন চারদিক মাতিয়ে তোলে দর্শক গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসে কিং খান……..কিং খান ধ্বনি।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এটা আমার ২য় বারের মতো কর্পোরেট কোম্পানীর অনুষ্ঠান এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই তানজিল কে খুব সুন্দরভাবে আমার নাচের কোরিওগ্রাফি করার জন্য।
ভিডিওঃ