ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নায়িকা ববি অভিনীত আলোচিত ছবি নোলক। দীর্ঘ অপেক্ষার পর ছবিটি অবশেষে এই রোজার ঈদেই মুক্তি পাচ্ছে। তাই ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচারণা।
গেলো কয়েকদিন আগে মুক্তি পায় ছবিটির টিজার। যা সিনেপ্রেমীদের কাছে ব্যাপক প্রশংসা পায়। আর আজ মুক্তি পেলো ছবিটির শীতল পাটি শিরোনামের গানটি। পূর্বঘোষণা অনুযায়ী গানটি রিলিজ পায় ববস্টার ফিল্মসের ইউটিউব চ্যানেলে।
গানে শাকিব খানের লুক ছিল অসাধারণ। ঝলমলে পোশাকে উৎসব মুখর পরিবেশে নাচে নাচে শাকিব খানের এন্ট্রি ছিলো চোখ ধাঁধানো। সাথে নায়িকা ববির কেমিস্ট্রিতে নবান্নের উৎসব কেন্দ্রিক গানটি দারুণ ভাবে ফুটে উঠেছে। বিশাল এক সেটে কয়েক ঝাঁক নৃত্যশিল্পীর সাথে বাঙ্গালিয়ান এক সাজে শাকিব ববির এক্সপ্রেশন এবং ড্যান্স একেবারে ফাটিয়ে দেওয়ার মত। এছাড়া গানে শাকিব এবং ববির দুই পরিবারের মিলনও দেখা যায়।

শীতল পাটি
গানটি প্রকাশের সাথে সাথেই ব্যাপক আলোড়ন তোলে শাকিব ভক্তদের মাঝে। এছাড়াও গানটির কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসা গুলো চোখে পড়ার মত। অনেকেরেই দাবী এই গানটি এই বছরের সেরা গান হবে।
গানটির কথা লিখেছেন ফেরারি ফরহাদ, গেয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর এবং সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
নোলক ছবিতে শাকিব ববি ছাড়া আরও অভিনয় করেছেন মোসুমী, ওমর সানী, তারিক আনাম খান, নিমা রহমান, রজতাভ দত্ত এবং সুপ্রিয় দত্তসহ অনেকে।
ভিডিওঃ-