ঢালিউড সুপারস্টার শাকিব খানের মুক্তি প্রতীক্ষিত কলকাতার আলোচিত ছবি ‘নাকাব’। এসভিএফ প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন রাজীব কুমার বিশ্বাস। আগামী ২১ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে কলকাতায়। একই দিনে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। ছবিটি বাংলাদেশে আমদানি করছেন স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
ছবিটিতে শাকিব খান এর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত জাহান এবং সায়ন্তিকা ব্যানার্জি। নতুন খবর হলো, নাকাব মুক্তির আগেই প্রচারণার কাজে ঢাকায় আসছে জনপ্রিয় এই দুই অভিনেত্রী। তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবেন শাকিব খানও। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল অজিজ।
আবদুল আজিজ বলেন, ‘দুই বাংলায় ‘নাকাব’ ছবিটি আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে। আর এই ছবির প্রচারণায় অংশ নিতে দুই দিনের জন্য নুসরাত ও সায়ন্তিকা আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। আমরা ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় একটা অনুষ্ঠান করারও পরিকল্পনা করেছি। এ অনুষ্ঠানে নুসরাত ও সায়ন্তিকা অংশ নেবেন। এ বিষয়ে প্রাথমিক আলাপ চূড়ান্ত হয়েছে।’