ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি ‘শাহেনশাহ’। ২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় অন্তর্জালে উন্মুক্ত করা হয় শাকিব খান অভিনীত নতুন এই সিনেমার টিজার। যেখানে তিনি হাজির হয়েছেন শাহেনশাহ চরিত্রে।
এক মিনিটের এই টিজারে গোটা ছবির কয়েক ঝলক শাকিব খানকে দেখা গেলেও ধূসর পরিবেশে অস্ত্র নিয়ে শাহী স্টাইলে বসে থাকার স্টাইলটা ছিলো অন্যরকম। যেখানে তিনি ভরাটকন্ঠে ঘোষণা দিলেন, “শাহেনশাহ’র মৃত্যুপুরীতে স্বাগতম”। অ্যাকশনের ভরপুর ‘শাহেনশাহ’ সিনেমায় থাকছে রোম্যান্সও। বিশেষ করে নবাগত রোদেলা জান্নাতের সঙ্গে শাকিবের রসায়ন যে জমে গেছে, সেটা টিজারেই আঁচ পাওয়া গেছে। অন্যদিকে নুসরাত ফারিয়া তো আছেনই।
টিজারটি প্রকাশের ২৪ ঘন্টা না পেরুতেই লাখো ভিউ পার হয়েছে। শেয়ারের পাশাপাশি কমেন্টে দেখা যায় ভক্তদের ব্যাপক প্রশংসা। ‘শাহেনশাহ’তে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত ছাড়াও আছেন অমিত হাসান, মিশা সওদাগর, আহমেদ শরিফ, ডি জে সোহেল, শিবা সানু, ডন প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এবং প্রযোজনা করেন শাপলা মিডিয়া।
শোনা যাচ্ছে, ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে মুক্তি পাবে ছবিটি।
ভিডিও ১ঃ
ভিডিও ২ঃ