ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা ববি অভিনীত ‘নোলক’ ছবিটি শুরু থেকেই বেশ আলোচনায় রয়েছে।পরিচালক ও প্রযোজকের দ্বন্দ্বের কারণে ছবিটির শুটিং পিছিয়েছে বেশ কয়েকবার। শেষ মুহূর্তে ছবির হাল ধরেছেন প্রযোজক সাকিব সনেট।তার পরিচালনায় প্রায় শেষের পথে ছবির কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।
এবার ছবির টাইটেল গানে কন্ঠ দিলেন সংগীত পরিচালক কন্ঠশিল্পী জেকে মজলিশ।আর এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর কোনও ছবির গানে কণ্ঠ দিলেন জেকে মজলিশ।এ প্রসঙ্গে জেকে মজলিশ বলেন, ‘জানেন, এই গানটি আমার করার কথা ছিল না। কিন্তু ডেমো তৈরির পর সবার অনুরোধে আমিই গেয়েছি। চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দেয়ার।
সাকিব সনেট বলেন, ‘জেকে ভাইয়ের গলায় গানটি দারুণ মানিয়েছে। তাইতো গানটিতে কণ্ঠ দেয়ার জন্য তাকেই অনুরোধ করি।’