ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে দেশের পাশাপাশি কলকাতাতেও বেশ জনপ্রিয়তা পেয়েছে তিনি। তাই যৌথ প্রযোজনার ছবি ছাড়াও কলকাতার একক প্রযোজনার ছবিতে নিয়মিত অভিনয় করছেন তিনি। এবং উৎসবের দিনেও সেখানকার প্রেক্ষাগৃহে ঢাক ঢোল পিটিয়ে মুক্তি পাচ্ছে তার ছবি।
সম্প্রতি শাকিব খানের একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে কলকাতার প্রেক্ষাগৃহে। তবে এটি কলকাতার ছবি নয়, বাংলাদেশের প্রযোজনায় নির্মিত ছবি এটি। কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কাছে রপ্তানি করছেন বাংলাদেশের এনইউ আহমেদ ট্রেডার্স। কেননা প্রযোজনা প্রতিষ্ঠান এই ছবির বিপরীতে বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় আমদানি করছেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত ‘ভিলেন’ ছবিটি। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন। দূর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছিল গত ১২ই অক্টোবর।
খবরটি নিশ্চিত করেন এনইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার কামাল কিবরিয়া লিপু। তিনি বলেন, গত রবিবার ‘ভিলেন’ বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে। ভিলেনের বিনিময়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।
এই ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী। শামীম আহমেদ রনির পরিচালনায় নাচ-গান-অ্যাকশন ও মসলাদারে ভরপুর মেন্টাল মুক্তি পেয়েছিল ২০১৬ সালের জুলাই ৭ জুলাই।