ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত মোস্ট এক্সাইটিং মুভি ‘পাসওয়ার্ড’। এসকে ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন মাস্টার মেকার মালেক আফসারী। আসছে ঈদেই মুক্তি পাবে ছবিটি। তাই প্রচারণায় চলছে বেশ জোড়শোরে।
ইতিমধ্যেই ছবিটির ট্রেলার এবং পাগল মন শিরোনামের একটি গান মুক্তি পেয়ে ব্যাপক প্রচারণার তুঙ্গে আছে ছবিটি। এদিকে গতকাল ঘোষণা আসার পর থেকেই দর্শক মহলে বেশ আলোচনায় আসে ছবিটির টাইটেল গান ‘ঈদ মোবারক’। আজ সকাল ১১টায় মুক্তি পায় শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মস থেকে।
গান রিভিউ ভিডিওঃ
গানে মোনাজাত করে এন্ট্রি হওয়া শাকিব খানের সালাম দিয়ে প্রথম লিরিক্স শুরু হয়। এরপর ঈদ মোবারক জানাতে গানে একে একে উপস্থিত হয় ছবির নায়িকা বুবলী এবং চিত্রনায়ক ইমন। শাকিব ইমন পাঞ্জাবী আর বুবলী লেহেঙ্গা পরে অসাধারণ নাচে বেশ জমকালো আয়োজনে মাতিয়ে তুলেছে ঈদ মোবারক শিরোনামের গানটি। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে অসংখ্য নৃত্যশিল্পীর অংশগ্রহণে বিগ আরেঞ্জমেন্টের গানটি বেশ ফুটে উঠেছে।
গানটি প্রকাশে অল্প সময়ের মধ্যে বেশ আলোড়ন তোলে। কমেন্ট ঘাটলে দেখা যায় ভক্তদের প্রশংসার ঝড়। অনেকের দাবী ঈদে দেশ কাঁপাবে শাকিব খানের ঈদ মোবারক শিরোনামের এই গানটি।
প্রিয় চট্টোপধ্যায়ের কথা ও আকাশের সঙ্গিতায়জনে গানটি গেয়েছেন আকাশ নিজেই এবং গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার পবন ও বব।
মূল গানঃ