ঈদ মানেই তো চলচ্চিত্রশিল্প আর সিনেমা হলগুলোতে উৎসবের ব্যাপক আমেজ, জমজমাট অবস্থা। কিন্তু এবার তা হচ্ছে না। কেননা করোনা ভাইরাসের কারণে এবারের ঈদে ঢালিউডে মুক্তি পাচ্ছে না নতুন কোনো সিনেমা।
ফলে গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম ঈদে শাকিব খান এর কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। ঈদুল ফিতরে শাকিব খানের দুটি সিনেমা মুক্তির কথা ছিল—বিদ্রোহী ও নবাব এলএলবি: ব্যাক ফর জাস্টিস। দুটিরই মুক্তি বাতিল হয়েছে। তবে তাতে কোনো আফসোস নেই সুপারস্টার শাকিব খানের। তিনি বলেন, ‘মানুষের জীবন আগে বাঁচুক। সিনেমা মুক্তি দিয়ে কী হবে! বিশ্ব কোথায় যাচ্ছে, কে জানে। সারা দুনিয়ায় প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাচ্ছে না। শুধু আমার বেলায় এমনটা হলে খারাপ লাগত। পরিস্থিতি ভালো হলে উৎফুল্ল মনে সিনেমা মুক্তি দেব।’
ঈদে সিনেমা নেই, প্রচারণার ব্যস্ততা নেই, সিনেমা হলে ঘুরে ঘুরে দর্শকের প্রতিক্রিয়া শোনার অপেক্ষা কিংবা চাপও নেই। বহু বছর পর এমন ঈদ আসতে যাচ্ছে শাকিবের জীবনে। এবারের ঈদ নিয়ে তাঁর পরিকল্পনা কী? এর উত্তরে শাকিব বলেন, ‘ঈদের দিন ছেলে আব্রামের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা আছে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে ঘরে বসেই ঈদ কাটাতে হবে। কিছু তো করার নেই।’