ঢালিউডের নন্দিত পরিচালক জাকির হোসেন রাজু প্রায় দেড় বছর পর আবারও শুটিং ফ্লোরে সরব হতে যাচ্ছেন। ‘আগুন’ নামে নতুন একটি ছবি নির্মাণ করবেন তিনি। এতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
প্রায় ৮ বছর পর রাজুর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন ‘সুপার হিরো’ খ্যাত এই তারকা। এর আগে শাকিব খান এবং রাজু জুটি হয়ে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘মনে প্রাণে আছ তুমি’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

এ ব্যাপারে শাকিব খানের কাছ থেকে কোন তথ্য পাওয়া নে গেলেও, ছবি করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক জাকির হোসেন রাজু। তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে এর আগে আমি ছয়টি সিনেমা নির্মাণ করেছি। তবে ইচ্ছা থাকলেও দীর্ঘদিন তাকে নিয়ে আর কাজ করা হয়নি। এবার একসঙ্গে আমার দু’টি সিনেমায় শাকিব অভিনয় করতে যাচ্ছেন। এরমধ্যে একটির নাম চূড়ান্ত করেছি ‘আগুন’। সম্প্রতি পরিচালক সমিতিতে এই নামটি নিবন্ধন করেছি। অন্যটির নাম এখনো ঠিক করেনি। তাছাড়া সপ্তাহ খানেক আগে শাকিব খানকেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করিয়েছি।’
যোগ করেন তিনি আরও বলেন, ‘ছবিটিতে শাকিব খানের বিপরীতে কলকাতার অভিনেত্রী নুসরাতকে নেওয়ার কথা ভাবছি। কয়েক দিনের মধ্যে আমি কলকাতায় গিয়ে বিষয়টি চূড়ান্ত করব। আশা করছি চলতি মাস (এপ্রিল) শেষ হওয়ার আগেই শাকিব খানকে নিয়ে ‘আগুন’র মহরত করতে পারব। আর ছবিটির শুটিং শুরু করব ঈদুল ফিতরের পর।’
জানা যায়, ছবিটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এবং প্রযোজনা করবে দেশ বাংলা মাল্টিমিডিয়া। বাংলাদেশ ছাড়াও এর শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।
ভিডিও: