ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন নির্মিতব্য ছবি ‘পাসওয়ার্ড’। ছবিটি আসছে ঈদেই মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। বর্তমানে তিনি এই ছবির গানের শুটিং করার জন্য অবস্থান করছেন তুরস্কে।
জানা যায়, তুরস্কে তিনিটি গানের শুটিং করা হবে। ইতিমধ্যেই গান গুলোর শুটিং শুরু হয়েছে। তাই আজ শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায় এই গানের কিছু শুটিং ভিডিও। সেখানে অসাধারণ সব লুক এবং গেটাপে দেখা যায় কিং খান শাকিবকে। তার লুক আর শুটিং লোকেশন দেখে বলায় যায় বলিউড সুপারস্টারদের ছবির গানকেও হার মানাবে পাসওয়ার্ড ছবির গানগুলো।
ভিডিওঃ