তথাকথিত বাণিজ্যিক ছবিতে পারিবারিক গল্পের ছবির আলাদা আকর্ষণ রয়েছে। যুগ যুগ ধরেই এই ঘরানার ছবি সুন্দর উপস্থাপনের সুবাদে সাফল্য পেয়েছে। তেমনই এক ফ্যামিলি ড্রামা ছবি ‘ভাইজান এলো রে’। নাচ-গান, রোম্যান্স, অ্যাকশন, ইমোশনের মধ্য দিয়ে পরিবারের এক অন্য ধরণের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। এমনটাই জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
‘ভাইজান এলো রে’ ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছে হিয়া চরিত্রে। যিনি লন্ডনে থাকেন। একদম পরিবারপ্রিয় একটি মেয়ে। তবে সে মজা করতে ভীষণ ভালোবাসে। কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই এসব কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হলে, ‘ভাইজান এলো রে’ ছবি নিয়ে বলেন, ‘ভাইজান’ নামটা ভীষণ সুন্দর। আর এই ছবিটার গল্পতে ভাইজান শাকিব খানকেই ভালো লাগবে। আর আমরা জানেরা (শ্রাবন্তী ও পায়েল) তো আছিই। আশা করছি ভাইজান ভালো লাগবে সবার।
‘শিকারি’ ছবির পর দ্বিতীয় বারের মতো শাকিবের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। তাই এই সুপারস্টার সহ-অভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, শাকিব ভীষণ মজা করে। তবে তার কিছু টাইমিং আছে। সে এমন সময়ে এমন কথা বলবে, সেটা শুনে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সে চুপচাপ থাকে, এই চুপচাপ থেকে যেটা বলে, সেটাই সবচেয়ে মজার হয়।
শাকিবের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে শ্রাবন্তী বলেন, আগের থেকে অনেক সুদর্শন হয়েছে। আর অভিনয় তো, হি ইজ শাকিব খান! বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান।