‘পাগলু’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘খোকা ৪২০’সহ বেশ কয়েকটি সুপারহিট ছবির পরিচালক রাজীব বিশ্বাস। কলকাতার এই পরিচালক বর্তমানে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন নতুন ছবি ‘মাস্ক’। কলকাতায় চলছে এর শুটিং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব ভূয়সী প্রশংসা করেন শাকিবের। তিনি বলেন, ‘শাকিব খান বিগ সুপারস্টার। মিষ্টি মুখ এবং স্টাইলিশ হিরো। তাকে নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম, সে খুব ট্যালেন্টেড অভিনেতা। যেকোনো চরিত্রের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারে। এককথায় অলরাউন্ডার পারফরমার। তার সঙ্গে কাজ করাটা খুব এনজয় করছি। এমন মেধাবী ও গুণী অভিনেতা যেকোনো ইন্ডাস্ট্রির জন্য গর্বের।
এদিকে রাজীবের মুখে প্রশংসা শুনে শাকিব খানও বেশ উচ্ছ্বসিত। বলেন, ‘বেশ আগেই রাজীবের সঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু সময় ও সুযোগ হয়ে উঠছিল না। এবার সেই সুযোগ হয়েছে। দারুণ একটা ছবি উপহার পেতে যাচ্ছেন দর্শক।
মাস্ক ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান এবং সায়ন্তিকা। জানা যায় ছবিটি ভৌতিক গল্পে নির্মিত হচ্ছে। তবে দর্শকরা বাণিজ্যিক ফ্লেবার পাবে।