ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত আলোচিত সিনেমা ‘সুপার হিরো’। গত ১০ জুন বিকেলে সেন্সর বোর্ডে জমা পড়ে। আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ছবিটি প্রদর্শন হয় সেন্সর বোর্ডে। দুপুর ২ টা ১০ মিনিটে সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে- এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

এই ছবিটি নিয়ে দর্শকের মধ্যে তুমুল আগ্রহ দেখা দিয়েছে। ঈদে মুক্তির মিছিলে যোগ হলো আরও একটি ছবি। এই ছবিটির সুবাদে এবারের ঈদ হবে বেশ জমজমাট এমনটাই ধারনা করছেন সিনেপ্রেমীরা।
সুপার হিরো সেন্সর ছাড়পত্র পাওয়ায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান জানান, ঈদ উৎসবে ভালো ছবি মুক্তি দেয়া উচিত। দর্শকরা ভালোভাবে উৎসবে ছবিটি উপভোগ করতে পারবে।’
অন্যদিকে, ‘সুপার হিরো’ সেন্সর পাওয়ার খবরে ছবির নায়িকা বুবলীও বেশ আনন্দিত। এই ঈদে তার সুপার হিরোসহ দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে এ পর্যন্ত ৭০টি সিনেমা হল নিশ্চিত হয়েছে ঈদে ছবিটি প্রদর্শনের জন্য।
ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ঈদে ছবিটি শতাধিক সিনেমাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।