গত ২৭ জুলাই বাংলাদেশে ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত কলকাতার ছবি ভাইজান এলো রে। মুক্তির পরই প্রিয় নায়কের ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। সর্বাধিক রেন্টালে মুক্তি দেয়া ছবিটি তৃতীয় সপ্তাহে এসেও সাফল্যের সঙ্গে দৌড়াচ্ছে বলে জানায় ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহমেদ ট্রেডার্স।
ঈদের কয়েক সপ্তাহ পরে মুক্তি পেলেও ছবিটি ঈদের চেয়ে বেশি ব্যবসা করছে। তৃতীয় সপ্তাহেও তাই হল মালিকদের কাছে ভাইজানের চাহিদা বেশি। এমনটাই জানালেন আমাদনি কারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, এ সপ্তাহে ছবিটি দেশের ৬৩টি হলে চলছে। কোরবানীর ঈদের আগ পর্যন্ত অনেক হলেই ছবিটি চলবে।
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই বক্স অফিসে ইনকামের রেকর্ড গড়ে। কলকাতার ছবির বক্স অফিসের প্রথম দিনের হাইস্ট ইনকামের শীর্ষস্থানে জায়গা করে নেন। এছাড়াও প্রথম সপ্তাহের হাইস্ট ইনকামের ২য় স্থান এবং এ পর্যন্ত টোটাল ১২ কোটি ৮৬ লক্ষ টাকা ইনকাম করে হাইস্ট বক্স অফিস কালেকশনের ৩য় স্থানে জায়গা করে নেয় ছবিটি।
ভিডিওঃ