নির্বাচনে অংশ গ্রহণ করা নিয়ে সিদ্ধান্ত বদলালেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। এর আগে শনিবার সন্ধ্যায় খবর প্রকাশিত হয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নিতে রবিবার সকাল ১০টায় আওয়ামীলীগের হয়ে মনোয়নয়ন সংগ্রহ করবেন শাকিব। গাজীপুরের একটি আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে পাশাপাশি এটাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গ্রীন সিগন্যাল পেলে তবেই নির্বাচনে অংশ নেবেন তিনি।
কিন্তু রাতের মধ্যেই এ সিদ্ধান্ত বদলান ঢাকাই ছবির শীর্ষ এই নায়ক। শাকিব খান বলেন, ‘গতকালও নির্বাচন করার ইচ্ছে ছিলো। দলীয় হাইকমান্ড থেকেও চাইছেন আমি যেন নির্বাচনে অংশ নিয়ে সিনেমার পাশাপাশি দেশেরও সেবা করি। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে তবেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু এ সংক্রান্ত খবর গণমাধ্যমে আসার পর আমার ভক্তদের কষ্ট পেতে দেখলাম। তারা চাইছেন না আমি নির্বাচন করি। ভক্তরা আপাতত আমাকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে বলছেন। তাই সিদ্ধান্ত বদল করলাম। আমার কাছে দর্শক-ভক্তরা আগে। তাদের ভালোবাসায় আমি শাকিব খান। ভক্তরা পছন্দ করবেন না এমন কিছু করতে চাইনা আমি।’
এখন নির্বাচনে অংশ নিচ্ছেন না তাহলে আগামীতে অংশ নিবেন কি? এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ’ভবিষ্যতের কথা তো আমরা কেউ বলতে পারবো না। সময় বলে দিবে কোন পথে হাটবো।’