আগামী ৩০ই ডিসেম্বর একাদশতম জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে মেতে আছে পুরো দেশ। পিছিয়ে নেই তারকারাও। পছন্দের দল ও প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারণাতেও অংশ নিচ্ছেন তারা। আসন্ন ভোটের দিনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।
চলতি মাসের শুরুতে নিজের ভক্ত অনুরাগীদের কাছে নৌকায় ভোট চেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে তিনি নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। অপু বিশ্বাসের পর এবার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান দেশের শীর্ষ নায়ক শাকিব খান।
শুধু শাকিব অপু নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস সহ ছোট ও বড় পর্দার দাপুটে বহু অভিনেতাকে।
ভিডিওঃ